৬ মাসেও সন্ধান মিলেনি বাক প্রতিবন্ধী সুমুনের
৬ মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ বাক প্রতিবন্ধী সুমুনের। ছেলের বিরহে মা মমতা বেগম এখন খুবই অসুস্থ পড়েছেন । যদি কোন সহৃদয়মান ব্যক্তি তার সন্ধান বা তাকে দেখে থাকেন তবে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
বন্ধু টেলিকম সেন্টার, টেবিরচর, আনন্দবাজার, জামালপুর সদর, জামালপুর। মোবাইল নাম্বার ০১৭৭৯-২৬৬৪২৫, ০১৭৩৫-৭৩১৮৪৩ (সুমনের বড় ভাই সবুজ) , ০১৭১২-৭৯৭৯৪৭ (এস.এম হোসাইন আছাদ)।
উল্লেখ্য, গত ৭ মে নান্দিনা বাজার থেকে বাক প্রতিবন্ধী মো: সুমন মিয়া (২৪) নিখোঁজ হয় । এ সময় তার পরনে ছিল সাদা-কালো ফুটা-ফুটি শার্ট ও কালো প্যান্ট। তার গায়ের রঙ ফর্সা। তার হাতের কনুইয়ের কাছে বড় আকারের কাটার দাগ রয়েছে। সে জামালপুর সদর উপজেলার টেবিরচর, ভাটি গজারিয়া গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে।
শেরপুর টাইমস/ বা.স