প্রথমার্ধে কোনো গোল হলো না। খেলায় গোলশূন্য সমতা। দ্বিতীয়ার্ধের শুরুতেই জাপান এগিয়ে গিয়েছিল দুই গোলের ব্যবধানে। ৫২ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বেলজিয়াম। হতাশায় ভেঙে পড়েছিলেন দেশটির সমর্থকরা। বড় এক অঘটনেরই ক্ষণ গুনছিল ফুটবলবিশ্ব।
কিন্তু শেষ ষোলোর ম্যাচে এই রকম চাপের মুখে পড়লেও বেলজিয়াম ঘুরে দাঁড়ায় দারুণভাবে। ৬৯ ও ৭৪ মিনিটে দুটি গোলই শোধ করে দেয় বেলজিয়াম। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত থাকে ২-২ ব্যবধানের সমতা। রেফারি শেষ বাঁশি বাজানোর প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় জাপানের জালে বল জড়িয়ে দেন বেলজিয়ামের উইঙ্গার নাসের চাডলি। ৩-২ গোলের অবিশ্বাস্য এক জয় পায় বেলজিয়াম।
বিশ্বকাপের নকআউট পর্বের শেষবারের মতো কোনো দল দুই গোলে পিছিয়ে পড়েও জয় তুলে এনেছিল, তা খুঁজতে বসে বেশ পেছনেই ফিরতে হয়েছে। বেলজিয়ামের মতো এমন জয় শেষবারের মতো দেখা গিয়েছিল ৪৮ বছর আগে। ১৯৭০ সালের বিশ্বকাপে। সেবার ইংল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল পশ্চিম জার্মানি। ৩-২ গোলে হারিয়েছিল ইংল্যান্ডকে