টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান সিরিজের দলে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাতেও সাফল্য ধরা দেয়নি।
পাকিস্তানের বিপক্ষে টানা দুই হারে সিরিজ খোয়ানোর পর দলে আরও দুটি নতুন নাম যোগ হলো। তারা হলেন- পারভেজ ইমন ও ইয়াসির রাব্বি।
তবে এ দুজনকে আজ একাদশে নেওয়া হয়নি। শরীরের এক পাশে ব্যথা পাওয়ায় আজ শেষ ম্যাচে খেলছেন না মোস্তাফিজুর রহমান। এদিকে পেসার শরিফুল ইসলামও ইনজুরিতে। তাই এ দুজনের জায়গায় একাদশে ঠাঁই পেয়েছেন পেসার শহিদুল ইসলাম ও অলরাউন্ডার শামিম হোসেন পাটওয়ারী।
এছাড়া আজ একাদশে নেওয়া হয়েছে স্পিনার নাসুম আহমেদকে। অর্থাৎ শেষ টি-টোয়েন্টিতে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
অন্যদিকে পাকিস্তান দলেও রয়েছে পরিবর্তন। অসুস্থ ছেলেকে দেখতে ইতোমধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন পাক অলরাউন্ডার শোয়েব মালিক।
শেষ ম্যাচে বাংলাদেশ একাদশ
নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেকিপার), শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হায়দার আলি, সরফরাজ আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, ইফতেখার, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান কাদির, হারিস রউফ এবং শাহনেওয়াজ ধানি।