চলছে অমর একুশে গ্রন্থমেলা। এবারের মেলায় শেরপুরের কবি লেখকদের প্রায় ডজনখানেক বই প্রকাশিত হয়েছে। তারমধ্যে বাড়তিমাত্রা যোগ করতে আগামী শুক্রবার মেলায় আসছে শেরপুরের শ্রীবরদীর কবিদের কবিতা সংকলন “শম্ভুগঞ্জের পায়রা”।
মোস্তাফিজুর রহমানের সম্পাদনায় গ্রন্থটিতে বিভিন্ন জায়গায় বসবাসরত শ্রীবরদী উপজেলার ৫৫ জন নবীন ও প্রবীন কবির কবিতা থাকছে। সেই সাথে প্রতিটি কবির জীবনবৃত্তান্ত থাকছে।
১৮০ টাকা মূল্যের “শম্ভুগঞ্জের পায়রা” বইটি অমর একুশে বই মেলায় পাওয়া যাবে “বাধন প্রকাশনীর” ৪৮৭-৪৮৮ নং ষ্টলে। একই সাথে শ্রীবরদীতে সেবা লাইব্রেরী ও গ্লোরিয়াস লাইব্রেরিতে বইটি পাওয়া যাবে।