১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
শেরপুরে ১৫০ পিস ইয়াবাসহ রিপন মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম একটি বার্তায় জানান, শেরপুর সদর থানার এসআই শাহীন সরকার, এসআই বকুল সাহা, এএসআই রবিউল ইসলাম ও কং সাইদুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে শেরপুর সদর থানার কামারিয়া ইউনিয়নের খুনুয়া চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ ঐ ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত রিপন মিয়া ওরফে লিখন (৩৮) জামালপুর সদর উপজেলার কাজিয়ারচর এলাকার জসিম উদ্দিনের ছেলে।
বার্তায় জানানো হয়, আটক কৃত ব্যাক্তি জানায় যে, এই ইয়াবা সে সীমান্ত এলাকা থেকে ক্রয় করে জামালপুর ও শেরপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।