You dont have javascript enabled! Please download Google Chrome!

১১ দফা দাবীতে শেরপুরে শিক্ষকদের সমাবেশ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে শেরপুরে সমাবেশ করেছেন শিক্ষকরা।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ রবিবার সকাল সাড়ে ১১ টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ায়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট শেরপুর জেলার আয়েজনে এসময় সমাবেশকারীরা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ৫ শতাংশ ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ ১১ দফা দাবিতে মৌন মিছিলে অংশ নেন। এসময় শেরপুর জেলার সকল উপজেলার শিক্ষক-কর্মচারী ফ্রন্টের প্রায় ৫শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

পরে সমাবেশ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট শেরপুর জেলার আহবায়ক মুহসীন আলী আকন্দের নের্তৃত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জেলা প্রশাসনের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর তাদের দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!