বাংলাদেশ জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো হুইপ নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গেল রাত ১০টায় শহরের শহীদ দারোগ আলী পৌরপার্কে ব্যবসায়ী সংগঠন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আসাদুজ্জামান রওশন’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুনসহ অনেকে।
পরে দেশ বরণো জনপ্রিয় সংগীত শিল্পী এন্ডু কিশোর ও ক্লোজআপ তারকা রন্টি দাস গান গেয়ে শেরপুর মাতিয়ে যান। এসময় কয়েক হাজার ভক্তানুরাগী তাদের গান শুনেন।
অনুষ্ঠানে হুইপ আতিককে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ ও পরিচালকগণ ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
একই সাথে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নব নির্বাচিত সভাপতি ও পরিচালকগণকেও সংবর্ধনা প্রদান করা হয়।