ফ্যাসিস্ট শেখ হাসিনার চালানো গণহত্যা এবং তার দোসরদের বিচারের দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
১৪ আগস্ট বুধবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলা যুবদলের ব্যানারে মিছিল করা হয়। মিছিল শেষে বাজারের ধানহাটি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ।
এতে উপজেলা যুবদলের যুগ্নআহ্বায়ক মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্নআহ্বায়ক আব্দুল মান্নান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করেছে। এ গণহত্যার দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে শহিদ ভাইবোনদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। যাতে আগামীতে কেউ হাসিনার মতো স্বৈরাচারী আচরণ না করে।