You dont have javascript enabled! Please download Google Chrome!

হাসনার মনতো ভালো না

প্রথম বারের মতো সিডি চয়েস মিউজিকের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে চ্যানেল নাইনের পাওয়ার ভয়েজ প্রতিযোগিতার টপ টেন সংগীত শিল্পী হাসনা হেনার গানের ভিডিও “মনতো ভালো না”। এবার ঈদে এই গানের ভিডিও টি প্রকাশিত হবে।

“মনতো ভালো না” গানটিতে কথা ও  সুর আহমেদ খসরুর এবং অভিনয় করেছেন রেনু মন্ডল ও ইব্রাহিম হাসান। এবার ঈদে সিডি চয়েসের মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।  এছাড়া তার আরো দুইটি মৌলিক অডিও গান প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

এ সম্পর্কে হাসনা হেনা বলেন, মিউজিক ভিডিওতে কাজ করার অনুভূতি অন্য রকম। আশা করি এ গানটি সবার ভালো লাগবে। পরবর্তী সময়ে একক এলব্যাম বের করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ, ২০১২ সালে চ্যানেল নাইনের পাওয়ার ভয়েজ সংগীত প্রতিযোগিতায় হাসনা হেনা সেরা দশের মাঝে সপ্তম স্থান অধিকার করেন।বর্তমানে স্টেজ প্রোগ্রামের পাশাপাশি কয়েকটি টিভি চ্যানেলে নিয়মিত গান করে থাকেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!