You dont have javascript enabled! Please download Google Chrome!

হালুয়াঘাটে পোস্টার লাগালেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা প্রিন্স

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হালুয়াঘাটে পোষ্টার লাগানোর মধ্য দিয়ে প্রতিবাদ কর্মসূচীর উদ্ভোদন করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স। শুক্রবার বিকেলে হালুয়াঘাট উপজেলা বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে হালুয়াঘাট নতুন বাসটার্মিনাল থেকে এ কর্মসূচী শুরু করেন।

বিএনপি কেন্দ্রীয় এ নেতার প্রতিবাদ লিপি (পোষ্টারিং) থেকে জানা যায়- বিএনপি’র পক্ষ থেকে  বর্তমান  সরকারের নিকট বেশকিছু দাবীর কথা উল্লেখ করেছেন। তার মাঝে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, অপহৃত নেতাদের ফেরৎ, বিচার বিভাগকে সরকারের প্রভাবমুক্ত, রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, ফসলের ন্যায্য মুল্য নিশ্চিত, গ্যাসের দাম কমানো,দুর্ণীতি বন্ধ, চাল-ডাল-ভোজ্য তেলের দাম কমানো, বিতর্কিত নির্বাচন কমিশনকে পুনর্গঠন সহ নানা ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয় প্রতিবাদ লিপিতে  (পোষ্টারিং) অন্তর্ভুক্ত ছিলো।

এ সময় কেন্দ্রীয় এ নেতার সাথে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক যথাক্রমে হানিফ মোঃ সাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, যুবদলের সাধারন সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাধারন সম্পাদক তারিকুল ইসলাম চঞ্চল, তাতী দলের সভাপতি আব্দুল লতিফ, সাধারন সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আকিকুল ইসলাম, শ্রমিক দলের আহবায়ক আব্দুল গনি, ছাত্রদলের সাধারন সম্পাদক আসাদুজ্জামান, পৌর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক হেলালুজ্জামান হেলাল, জাসাস নেতা দিদার মন্ডল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!