ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির কাজ শুরু হয়েছিল গত বছর এপ্রিলে। ২০১৮ সালেই শেষ হয় এর কাজ। নির্মাতা আরিফুর জামানের পরিচালনায় এই ছবিতে রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ।
মৌসুমী হামিদ বলেন, ‘এই ছবির কাজ বহুদিন আগে শেষ করেছি। কিন্তু অজানা কারণে ছবির মুক্তি থমকে আছে। এ বিষয়ে বেশ কয়েকবার নির্মাতার সঙ্গে কথা বলেছি। তিনিও আমাকে মুক্তির কোনো সম্ভাব্য তারিখ জানাতে পারেননি। বিষয়টি নিয়ে আমি হতাশ।’
তিনি আরও জানান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় চরিত্রগুলো নিয়ে নির্মিত হয়েছে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিটি। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, চিত্রনায়ক ফেরদৌস, পপি, নিরব, তমা মির্জাসহ অনেকে।
এর আগেও মৌসুমী হামিদকে দর্শক দেখেছেন বড়পর্দায়। তার অভিনীত ‘জালালের গল্প’, ‘ব্ল্যাকমেইল’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’সহ প্রায় প্রতিটি ছবিই দর্শকের নজর কেড়েছে।