হঠাৎ শিলাবৃষ্টির কারণে মতলব উত্তর উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। পৌরসভা ও ১৪ ইউনিয়নের মতলব উত্তর উপজেলার কৃষিখাতের ক্ষতিসহ ও কয়েকটি ওয়াজ মাহফিলের প্যান্ডেল-স্টেজ ভেঙে দুমড়ে-মুচড়ে মাহফিল বন্ধ হয়ে গেছে।
রবিবার সকাল ৯টার দিকে ও পৌনে ১০টার দিকে দুই দফায় আচমকা শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় মতলব উত্তর উপজেলার ধনাগোদা সেচ প্রকল্পের আলু, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, রসুনসহ নানা ফসলের ব্যাপক ক্ষতি হয়।
এছাড়া উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া ঈদগাঁ মাঠের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলসহ উপজেলার দুর্গাপুর, সাদুল্যাপুর, ষাটনলসহ কয়েকটি এলাকার মাহফিলের স্টেজ ও প্যান্ডেল ভেঙে পড়ার কারণে মাহফিল বন্ধ হয়ে যায়।
চরকালিয়া ঈদগাঁ মাঠ ও মাহফিল পরিচালনার সভাপতি আলহাজ্জ্ব আব্দুল হালিম মাস্টার বলেন, ‘রবিবার বাদ মাগরিব থেকে রাতব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আচমকা শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় সবকিছু ভেঙেচুড়ে যাবার কারনে মাহফিল করার আর কোন সুযোগ থাকলো না।’
উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন জানান, ‘আচমকা শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় কৃষির যে ক্ষতি হয়েছে তা খুব বড় রকমের না বলে ধারণা করছি।’
সূত্র: ইত্তেফাক