হজ্ব চলাকালে মক্কায় বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে সৌদি আরবের আবহাওয়া কর্তৃপক্ষ। রবিবার জারি করা সতর্কতায় বলা হয়, মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা হওয়ার শঙ্কা রয়েছে। খবর সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া ও এনডিটিভির।
কর্তৃপক্ষ জানায়, মক্কা, মিনা ও আরাফাত এলাকায় চলমান অস্থিতিশীল আবহাওয়া অব্যাহত থাকতে পারে। তবে যারা আফারাত ময়দানের উদ্দেশ্যে সোমবার ভোরে রওনা হয়ে গেছেন তাদের জন্য কোন সতর্কতা জারি করা হয়নি।
বর্তমানে মিনার তাবুগুলোতে হজ্বের আনুষ্ঠানিকতা পালনে প্রায় ২০ লাখ মানুষ অবস্থান করছেন।
এরই মধ্যে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে মক্কায়। এ কারণে রবিবার সন্ধ্যায় কাবা শরীফকে ঢেকে রাখা আয়াতখচিত পর্দা বা কিসওয়াহ সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র: ইত্তেফাক
শে.টা.বা.জ