ঈদ বাজারে স্বাস্থ্যবিধি মেনে না চললে শেরপুরে করোনা আক্রান্ত হবে ১০ লাখ মানুষ- এমন শঙ্কা করছেন জেলা স্বাস্থ্য বিভাগ। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে জেলা কমিটির এক বিশেষ সভায় এ শঙ্কা প্রকাশ করেন সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ।
সিভিল সার্জন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের হার অন্যান্য জীবাণুর চেয়ে অনেক বেশি এবং দ্রুত গতিসম্পন্ন।এই ভাইরাসের বিরুদ্ধে কোনো প্রতিষেধক টিকা আবিষ্কার হয়নি বিধায় প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণ করা হয়। সঠিকভাবে প্রতিরোধ ব্যবস্থা না নিলে এই ভাইরাস মোট জনসংখ্যার ৮০ শতাংশ জনগণ কে সংক্রমিত করতে পারে। ঘরে অবস্থান করে, স্বাস্থ্য বিধি মেনে চললে, মাস্ক ব্যবহার করে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা যায়। এগুলো যথাযথ মেনে না চললে উদাহরণ হিসেবে বলা যায় শেরপুর জেলার ৮০ শতাংশ জনগণ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে।
এসময় তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চললে শেরপুরের মোট জনসংখ্যার ৮০শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। শেরপুরের মোট জনসংখ্যা সাড়ে ১৩লাখ হলে ৮০শতাংশের হিসেবে প্রায় ১০লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে বলেও জানান তিনি। এ পর্যন্ত করোনার প্রাদুর্ভাব পরিসংখ্যানে মোট আক্রান্তের শতকরা ২শতাংশ মানুষ মারা গেলে শেরপুরে প্রায় ২০ হাজার মানুষ মারা যেতে পারে বলেও জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।
সিভিল সার্জন বলেন, করোনা আক্রান্তের মাত্র ৫শতাংশ মানুষকে চিকিৎসা সেবা দেয়ার সুযোগ হলে চিকিৎসা সেবা দেয়া যাবে মাত্র ১লাখ মানুষকে। যার সক্ষমতা জেলা স্বাস্থ্য বিভাগের নেই বলেও জানান তিনি। তাই আক্রান্ত ১০লাখ মানুষকে নিয়ে বেশ বেকায়দায় পড়তে হতে পারে শেরপুরবাসীকে।
সভায় সিভিল সার্জন বলেন, সরকারের সব শর্ত ও মাত্র ১৫টি স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করলে এই শঙ্কা কাটিয়ে উঠা সম্ভব। তাই ঈদ বাজারে আগত সকল ক্রেতা ও শেরপুরের ব্যবসায়ীদের সতর্ক থেকে ব্যবসা পরিচালনার অনুরোধ জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগের এই শীর্ষ কর্মকর্তা।
বিশেষ সভায় জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক। এছাড়া পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) এটিএম জিয়াউল ইসলাম, সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মানিক দত্তসহ শেরপুরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।