ঝুপড়ি ঘরে মানবেতর দিন কাটছে ফুলেছা বানুর’ শিরোনামে শেরপুর টাইমসে খবর প্রকাশের পর সেই ফুলেছা বানুকে ঈদ উপহার পাঠিয়েছে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক শিহাব আহমেদ শ্রাবণ।
সোমবার (১০ মে) বিকেলে পৌর শহরের মোবারপুর মহল্লায় ফুলেছা বানুর হাতে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ- সভাপতি আব্দৃুল আলিম হক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান শান্ত। ঈদ সামগ্রী হিসেবে শ্রাবণের ব্যক্তিগত পক্ষ থেকে তার হাতে একটি শাড়ি, ২৫ কেজি চিকন চালের বস্তা, তিন কেজি পোলাওয়ের চাল, তেল, সেমাই, চিনি, দুধের প্যাক ও সাবান তুলে দিয়েছেন।
ঈদ উপহার পেয়ে ফুলেছা বানু বলেন, আল্লাহ যেন নিজাম সাবের নাতিনডা (শ্রাবণ) রে তার দাদার মতন বড় করে। অর (শ্রাবণের) দাদাও এরকম ভালা মানুষ ছিল। আমারে ঈদের লাইঙা নতুন কাপড়, সেমাই, চিনি, একবস্তা চিহন চাল আরও কত কিছু দিছে। এতকিছু পেয়ে আমি খুব খুশি। আল্লাহ যেন ওদের অনেক বড় করে।
ফুলেছা বানু শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লার মৃত আফছর আলীর স্ত্রী। প্রায় ৩০ বছর আগে স্বামী মারা গেছেন। আগে অন্যের বাড়িতে কাজ করলেও বয়সের ভারে এখন আর পারেননা।
ভাঙা ঢেউটিন আর পুরনো কাপড় দিয়ে মোড়ানো নড়বড়ে এ ঝুপড়ি ঘরটিতে মানবেতর দিন কাটছে বৃদ্ধা ফুলেছা বানুর। রোগে শোকে ক্লান্ত তিনি। কানে শোনেন না, সানি পড়ায় চোখেও কম দেখেন। চলেন লাঠিতে ভর করে। বয়স হয়েছে প্রায় ৭৫ বছর। বর্তমানে মানবেতরদিন কাটছে তার। আশ্বাস অনেকবার মিললেও, ভাগ্যে জোটেনি ভাতার কোন কার্ড বা মাথা গোঁজার মতো একটা ঘর।