সংস্কারের অভাব ও বৃষ্টির কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল শ্রীবরদী উপজেলার বাবলাকোনার এই সড়কটি। এমনিতেই কাচা সড়ক, আবার বৃষ্টিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে সড়কটি দিয়ে চলাচল করা যাচ্ছেনা। বেহাল সড়কটি সংস্কারে উদ্যোগ নেয় স্থানীয় স্বোচ্ছাসেবী সংগঠন বাবেলাকোনা সানশাইন ইয়ুথ ক্লাব।
শুক্রবার সকাল থেকেই সড়কটি সংস্কারের কাজ শুরু করেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
সংস্কারে উপস্থিত ছিলেন বাবেলাকোনা ব্যাপ্টিস্ট চার্চ সভাপতি পা. ক্লেনশন থিগিদী, সান শাইন ইয়ুথ ক্লাবের সভাপতি যিহুশয় দফো, সহ সভাপতি রুনাল্ডু থিগিদী, সম্পাদক মনোরঞ্জন মৃ, সাংগঠনিক সম্পাদক জয় বর্মন, ক্লাবের সাবেক সভাপতি টিপু বর্মন, ক্লাব উপদেষ্টা পূর্ণ কোচ ও শোভন দালবত, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন শ্রীবরদী থানা শাখার সাবেক সভাপতি সুজল চিসিম ও ছাত্রনেতা কাঞ্চল মিস্টার মারাকসহ অন্যান্যরা।
এছাড়াও কারিতাস, কম্পেশন সহ এলাকার বিশিষ্ট নেতৃবৃন্দ ও সেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।
ছাত্রনেতা কাঞ্চল মিস্টার মারাক বলেন,আমরা সীমান্তবর্তী গ্রাম বাবেলাকোনার যান-চলাচল অনুপযোগী রাস্তাঘাট বাবেলাকোনা সানশাইন ইয়ুথ ক্লাবের উদ্যোগে ১ম ধাপে কাঁদা নিষ্কাশন ও মাটি ভরাটের কাজ করছি। ১ম ধাপের কাজটি বাবেলাকোনার ছোট ব্রিজ থেকে বাইপাস রোড জর্জ বাড়ি, চার্চ, কমিউনিটি ক্লিনিক, টিডব্লিউএ অফিস, প্রাইমারী স্কুল, কারিতাস অফিস, আদিবাসী উচ্চ বিদ্যালয় হয়ে মসজিদ মোড় পর্যন্ত চলাচল অনুপযোগী স্থানের কাঁদা নিষ্কাশন এবং সিমেন্ট-খোয়ার রাবিশ ও মাটি ভরাট করা হয়েছে।