You dont have javascript enabled! Please download Google Chrome!

সালাম পৃথিবী

 আবুল কালাম আজাদ
হাজার বছর ধরে এই পৃথিবী,
ছয় হাজার ছয় শত ছয়ষোট্টি
মাইল বেগের বেগে বেগবান
মহাশূন্যে !
এই পৃথিবী আমার জন্যে,
অবিরাম ছুটে চলে দুর্বার
গতিতে, অণু গ্রহাণু এড়িয়ে
প্রতিদিন ক্লান্তিহীন ।
যেনো কোনো ক্লান্তি নাই তার,
শুধু আমার জন্যে তার
অবিরাম ছুটে চলা একই পথে
বার বার !
এই পৃথিবী কেড়ে খেতে পারে
না আমার অধিকার,
কোনোভাবেই হতে পারে না
সে আমার ভাগ্যের
ভাগাভাগির ভাগিদার !
বরং এই পৃথিবী আমার
অধিকার দেয়, কিন্তু চোখের সামনে আমার
অধিকার চেটে পুটে খাই
আমরাই !
পৃথিবী নির্বাক,
মানুষের ভীড়ে মানুষি কম,
মানুষ নির্মম- শক্তের ভক্ত
নরমের জম !
শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!