‘সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার চাই’ এ স্লোগানে শেরপুরের ঝিনাইগাতীতে বর্ণ মিছিলের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা শাখা। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা সদর বাজারের থানা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই স্থানেই এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় এক হাজার নাগরিক অংশ গ্রহণ করে।
পরে ওইখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি মো. জহুরুল হক মিলন, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, সদস্য ও মানবাধিকার কর্মী মো. জাহিদুল হক মনির, যিদনী মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. কাউছার আহম্মেদ লালন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে তরণ প্রজন্মরা কথার বলার সময় বাংলা ভাষার শব্দের পরিবর্তে ইংরেজি-হিন্দী ও আঞ্চলিক শব্দের বেশি ব্যবহার করছে। আর এ ভাবে চলতে থাকলে শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার হারিয়ে যাবে। তাই তাদেরকে শুদ্ধ বাংলা ভাষা শিখতে হবে। এ বিষয়ে অভিবাবক ও শিক্ষকদের সচেতন হওয়ার আহবান ও সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবি জানান।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।