শেরপুরের নালিতাবাড়ীর সরকারী নাজমুল স্মৃতি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকালে নতুন বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন করা হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মিজানুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম শামীম। ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, সরকারি নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ ও ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান প্রফেসর আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাজাহান কবির।
আরো বক্তব্য রাখেন, সরকারি নাজমুল স্মৃতি কলেজের সহযোগী অধ্যাপক আজমত আলী, রফিকুল ইসলাম ভূট্রো, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা জিন্নাহ, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম ফারুক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আবুল বাশার প্রমুখ।
এসময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি নাজমুল স্মৃতি কলেজের ২১-২২ বর্ষের শিক্ষার্থীরা মুখর প্রাচীর দেয়ালিকা উদ্বোধন ও ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় সরকারি নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুর রউফকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।