মুক্তিযুদ্ধের আদর্শ ও বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি পূর্ণ বাস্তবায়ন এবং সকল অপশক্তি প্রতিরোধের লক্ষ্যে পৌর টাউন হল মার্কেট প্রাঙ্গণে “চাই সাংস্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, শেরপুর জেলা শাখার সভাপতি পৌর মেয়র সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ও বাংলাদেশে সাংস্কৃতিক চর্চার ভূমিকা নিয়ে এতে বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক সারওয়ার জাহান তপন, বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, শেরপুর জেলা শাখার সভাপতি নির্মল দে, পাতাবাহার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক দিপক দাম, উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক এসএম আবু হান্নান, চারুনিরম এর মহাপরিচালক আবু রায়হান পাভেল, রূপান্তর শিল্পীগোষ্ঠীর সভাপতি রাজু আহমেদ, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক খন্দকার মুনতাহিদুল ইসলাম লিটন, লোক সংগীত পরিষদের সভাপতি হারুন জিলানী, সুরের ভ‚বনের পরিচালক ইউসুফ আলী রবিন প্রমুখ।
সংবিধানের চার মূলনীতি যথা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। চারমূলনীতি সভাপতির বক্তবে বলেন ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহিনতা নয়। বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানধর্মাবলম্বী সকলে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন তাই মাত্র নয় মাসে বাংলাদেশের স্বাধীনতা আসে, বাংলাদেশে সকল ধর্মের জনসাধারণের সমানভাবে বসবাসের সুযোগ দিতে হবে।
দেশে জঙ্গী ও মৌলবাদের যেন পুনঃউত্থান না হয় তাই সকল সাংস্কৃতিক কর্মীদের একতাবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাতাবাহার খেলাঘর আসরের সাবেক সভাপতি অধ্যাপক শিব শংকর কারুয়া, তৃষ্ণা সাংস্কৃতিক সংসদের সভাপতি, এমএ কাদের, লোকজ একাডেমির সভাপতি মমতাজ উদ্দিন, বিশিষ্ট সংগীতশিল্পী এনামুল হক ও শেরপুর যুব রেডক্রিসেন্ট উপ যুব প্রধান হাসানুল বান্না সিফাত প্রমুখ