শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে স্বীকৃতি ও সম্মাননা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসন ও মহিলা-বিষয়ক দপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপত্বি করেন ইউএনও রুবেল মাহমুদ। বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, জেলা পরিষদের নারী সদস্য আয়েশা সিদ্দিকা রুপালী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফোরা ইয়াসমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম প্রমুখ।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শিউলী বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তৃষ্ণা আগাথা ম্রং, সফল জননী শ্রেণিতে রোকেয়া খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু এই বিভাগে জাকিয়া এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মমতাজ বেগম জয়িতা নির্বাচিত হয়েছেন। পরে তাদের সংবর্ধনা, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।