শেরপুরের শ্রীবর্দীতে ভোট কেন্দ্রে প্রচারণা ও ভোটার স্লিপ বিতরণের দায়ে একজনকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শ্রীবর্দী উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. আতাউর রহমান এ আদেশ দেন।
আজ ৫ জানুয়ারী বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নের উত্তর খড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উত্তর খড়িয়া গ্রামের উজ্জল মিয়ার ছেলে বিল্লাল হোসেন ভোট কেন্দ্রে প্রকাশ্যে মাইক প্রতীকের পক্ষে ভোটার স্লিপ প্রদান ও প্রচারণা চালাচ্ছিলো।
এসময় নির্বাচনের স্টাইকিং ফোর্সের দায়িত্বে থাকা শ্রীবর্দী উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আতাউর রহমান ভ্রাম্যমান আদলত বসিয়ে এ আদেশ দেন।