পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের বেতন ভাতা, পেনশনসহ সকল সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে সোমবার শ্রীবরদী পৌরসভা পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেছে।
এ উপলক্ষে পৌরসভা সার্ভিস এসোসিয়েশন শ্রীবরদী পৌরসভার আয়োজনে সকাল ১০ টায় পৌরসভা চত্বরে পৌর সচিব সরাফত আলীর সভাপতিত্বে ও বাজার পরিদর্শক ফিরোজ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি প্রকৌশলী সাইদুল ইসলাম, প্রধান সহকারি মোহাম্মদ গোলাম রব্বানী, কর নির্ধারক ইসমাইল হোসেন, কর আদায়কারী এ.কে.এম ফজলুল করিম ফারুক প্রমূখ।
এসময় পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।