শেরপুরের শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন রুহুল আমিন তালুকদার। রবিবার রাতে তিনি শ্রীবরদী থানার দায়িত্বভার গ্রহণ করে আজই ছিল তার প্রথম কর্মদিবস।
জানা গেছে, পুলিশ পরিদর্শক রুহুল আমিন ওসি হিসেবে শ্রীবরদীতেই তার প্রথম কর্মস্থল। এর আগে তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও ফুলপুর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি শ্রীবরদী ও নালিতাবাড়ি থানায় সেকেন্ড অফিসার (এসআই) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে একাধিক চাঞ্চল্যকর মামলার তথ্য উদঘাটন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, মাদক ও জুয়া প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখেন।
রুহুল আমিন তালুকদার নেত্রকোনা জেলার হাওর খ্যাত মদন উপজেলার ধাতুয়া গ্রামের মঞ্জুরুল হক তালুকদার ও বেগম রোকিয়া দম্পতির প্রথম সন্তান ।