শেরপুরের শ্রীবরদী কাঁচাবাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২২ মনোনয়নপত্র বিক্রয় করা হয়েছে। শনিবার (২৯ জানুয়ারী) রাত সাড়ে নয়টা পর্যন্ত প্রার্থীরা সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এতে ৭টি পদের বিপরীতে ২৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সভাপতি পদে ২, সহ-সভাপতি ২, সাধারন সম্পাদক ২, সহ-সাধারন সম্পাদক ৩, কোষাধ্যক্ষ ৩, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ২, প্রচার সম্পাদক ২ ও সদস্য পদে ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারী। আগামী ১৬ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।