শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লাল স্ব-পদে পুণর্বহাল হয়েছেন। সুপ্রীম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের ১২২১/২০১৯ লীভ টু আপিল দাখিলের পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রীম কোর্টে ফুল বেঞ্চে শুনানীয়ান্তে ২০ মে ৪ নং তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লালের উপর আনিত নিষেধাজ্ঞা স্থগিত ঘোষণা করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের জনৈক ওসমান গনি সাজু ১৪২৯৮/২০১৮ তারিখে মাহামান্য হাইকোর্টে তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লালের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। পরে হাইকোর্ট বিগত ২৫ মার্চ চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লালকে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম পরিচালনায় স্থগিত ঘোষণা করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান সুপ্রীম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের ১২২১/২০১৯ লীভ টু আপিল দাখিল করেন। ২০ মে মহামান্য সুপ্রীম কোর্টের চীফ বিচারপতি সাঈদ মোহাম্মদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. নুরুজ্জামান এর বেঞ্চে শুনানীর পর তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লালের উপর আনিত নিষেধাজ্ঞা স্থগিত ঘোষণা করেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লাল বলেন, মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানী করা হচ্ছে। তবে সব্বোচ্য আদালতের মাধ্যমে চক্রান্তকারীদের বিরুদ্ধে এ রায় মহামান্য সুপ্রীম কোর্ট এ রায় প্রদান করেছেন।