শ্রীবরদীতে বাংলাদেশ কৃষক লীগ ৮ নম্বর খড়িয়া কাজির চর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকালে লংগর পাড়া বাজারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের ১ম পর্বে কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জহুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা কৃষক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম। কৃষক লীগ নেতা জাহিদুর রহিম উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকৌশলী এ.কে.এম ফজলুল চাঁন এমপি। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক বনিজ উদ্দিন বনিজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩, আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী প্রয়াত সাবেক এমপি এম.এ বারী’র ছেলে মোহসীনুল বারী রুমি, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, জাতীয় শ্রমিকলীগ আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আবু জাফর, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল-আমিন, খড়িয়া কাজির চর ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক বদরুজ্জামান সবুজ, আ’লীগ নেতা এম.এ মোনায়েম, উপজেলা যুবলীগ আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম-আহবায়ক লিয়াকত হোসেন লিটন, ভেলুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাবিবুর রহমান আরজু ও যুবলীগ নেতা মাহবুবুল আলম হীরা।
সম্মেলনের ২য় পর্বে উপজেলা কৃষক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে গণতান্ত্রিকভাবে জহুরুল ইসলামকে সভাপতি ও জাহিদুর রহিম উজ্জ্বলকে সাধারন সম্পাদক করে ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে সহ¯্রাধিক নেতা-কর্মী ও সাধারন জনতা উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।