You dont have javascript enabled! Please download Google Chrome!

শ্রীবরদীতে সড়ক দূর্ঘটনা; চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু হয়েছে। ৪আগস্ট শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুলু মিয়া (১৮) মারা যায়। নিহত ফুলু মিয়া শ্রীবরদীর পোড়াগড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে দুর্ঘটনাকবলিত ট্রলির হেলপার ছিল।

উল্লেখ, গত বৃহস্পতিবার রাতে শ্রীবরদী-নিলক্ষিয়া সড়কের নয়ানি শ্রীবরদী এলাকায় ইঞ্জিনচালিত ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রবিউল ইসলাম (২৫) নিহত ও আরো চারজন আহত হন। আহতদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হলে ফুলু মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শ্রীবরদী থানার ওসি রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!