You dont have javascript enabled! Please download Google Chrome!

শ্রীবরদীতে সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত ।। ঘাতক ট্রাক আটক

রমেশ সরকার ও নাইম ইসলাম : শেরপুরে ট্রাকের চাপায় পথচারী নিহত হয়েছে । আজ সকাল সাড়ে ৬ টার দিকে জেলার শ্রীবরদী উপজেলার চিথলীয়া নতুন মসজিদ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম ফজলুল হক ওরফে নান্ডা (৭০) সে একই উপজেলার চিথলিয়া গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, নিহত ফজলুল হক ফজরের নামাজ শেষে নিজ বাড়ী থেকে চিথলিয়া সকাল বাজারে যাচ্ছিল । এমন সময় শেরপুর থেকে শ্রীবরদীগামী একটি ট্রাক চিথলীয়া নতুন মসজিদ এলাকায় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় জনতা ট্রাকটি ধাওয়া দিলে চালক ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়।

পরে শ্রীবরদী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ও ঘাতক ট্রাকটিকে থানায় নিয়ে যায়।

শ্রীবরদী থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক শেরপুুর টাইমস কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!