You dont have javascript enabled! Please download Google Chrome!

শ্রীবরদীতে সড়ক দূর্ঘটনায় এস এস সি পরিক্ষার্থী নিহত

শেরপুরের শ্রীবরদীতে সড়ক দূর্ঘটনায় বাবু (১৭) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার রাতে উত্তর শ্রীবরদী রোডে এ ঘটনা ঘটে। সে দক্ষিণ পোড়াঘর আব্দুর রহিমের ছেলে। নিহত বাবু এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও তার পরিবার সূত্রে জানা যায়, বাবু মোটরসাইকেল যোগে বকসীগঞ্জ থেকে তার নিজ বাড়িতে ফেরার পথে উত্তর শ্রীবরদী রোডে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী সদর হাসপাতাল ও পরে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের বড় ভাই ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!