শেরপুরের শ্রীবরদী থানা পুলিশ ভিন্ন মামলার সাজাপ্রাপ্ত দুই আসামী ঢাকা থেকে আটক করেছে। আটককৃতরা হলো- উপজেলার তাতিহাটি ইউনিয়নের জানকিখিলা গ্রামের সোলাইমান মুন্সীর ছেলে সুজন মিয়া (৩৫) ও একই ইউনিয়নের বকচর গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে মুন্তাজ আলী (৫৫)। রোববার (২২ নভেম্বর) বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে তিনটার দিকে পুলিশ উপ-পরিদর্শক কামরুল হাসান সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঢাকার ইয়ারপোর্ট এলাকা থেকে সুজন মিয়াকে ও দক্ষিণ খান এলাকা থেকে মুন্তাজ আলীকে আটক করে শ্রীবরদী থানায় নিয়ে আসে। এতে সার্বিকভাবে সহযোগিতা করেন অফিসার্স ইনচার্জ মোহাম্মদ রুহুল আমীন তালুকদার ও দিক নির্দেশনা দেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম)। শ্রীবরদী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ রুহুল আমীন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।