You dont have javascript enabled! Please download Google Chrome!

শ্রীবরদীতে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এ উদ্দেশ্যকে সামনে রেখে শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শুক্রবার সকালে এডিপি হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে।

শ্রীবরদী এডিপি’র স্পন্সর কো-অর্ডিনেটর নয়ন চিসিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিপি ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ। এসময় তিনি শিশুদের সকল ধরনের সার্বিক সুরক্ষা, নিরাপত্তা ও শিশু অধিকার বাস্তবায়ন ও শিশুরা যাতে করে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় সাংবাদিকরা এডিপি’র কর্মকর্তাদের বলেন, শিশু সংগঠন চাইল্ড ফোরাম ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা যাতে সাংবাদিকদের সাথে যোগাযোগের মাধ্যমে প্রচার করতে পারেন এমন সুযোগ করে দেওয়ার জন্য।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের

error: Alert: কপি হবেনা যে !!