শেরপুরের শ্রীবরদীতে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুম সোমেশ্বরীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদির আহমেদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ আলিফ উল্লাহ আহসান, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, থানা অফিসার ইনজার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, তাঁতীহাটি ইউপি চেয়ারম্যান এ্যাড. আব্দুর রউফ মিয়া, সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল।
আলোচনা শেষে বিআরডিবি কতৃক বাস্তবায়িত সদাবিক কর্মসূচি ভুক্ত বাকসাবাইদ পুরুষ দলের ১২ জন সদস্য কে সব্জি উৎপাদন খাতে মোট ৩ লক্ষ টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়।