শেরপুরের শ্রীবরদীতে শিশু সুরক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে পৌর শহরের কলেজ রোডে এসকে কম্পিউটার হলরুমে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ফোরা মাংসাং। শিশু সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এপি ওয়ার্ল্ড ভিশনের চাইল্ড প্রোটেকশন অফিসার শিমুল জেংচাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল, ডেইলি ইন্ডাষ্ট্রি প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দৈনিক সংবাদ প্রতিনিধি ফেরদৌস আলী, ইত্তেফাক প্রতিনিধি আব্দুল বাতেন, যুগান্তর প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি তাসলিম কবির বাবু, দৈনিক শিক্ষা ডটকম প্রতিনিধি কেএম ফারুক আহমেদ, দৈনিক জাহান প্রতিনিধি শওকত জামান, দৈনিক জনতা প্রতিনিধি গোলাম মোস্তুফা ও দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি পিকেএস দিপন প্রমূখ।