শেরপুরের শ্রীবরদী উপজেলার ৬ নং সদর ইউনিয়নের বাকসাবাইদ গ্রামের রাস্তার বেহাল দশার কারনে দুর্ভোগে পড়েছেন আশ পাশের কমপক্ষে ৬ গ্রামের মানুষ।এসব গ্রামের প্রবেশ পথসহ সবগুলো রাস্তাই কাচা। ফলে বর্ষাকালে এই রাস্তাগুলো কর্দমাক্ত হওয়ার কারনে যাতায়াতের প্রায় অনুপযোগী হয়ে পড়ে। চলাচলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দূর্ঘটনা ঘটে থাকে। এলাকাবাসীর অভিযোগ এসব যেন দেখার কেউ নেই। তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই জনদুর্ভোগ থেকে মুক্তি দেন।
সুত্র্রে জানা গেছে, বাকসা বাইদ গ্রামের সড়কটি বেশ পুরাতন। তবে এটার কোন ধরনের সংস্কারকাজ হয়নি। সড়কের পাশেই রয়েছে বাকসাবাইদ পুরাতন জামে মসজিদ এবং বাকসাবাইদ ঈদগাঁ মাঠ।বাকসাবাইদ গ্রামে রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানও রয়েছে। এই গ্রামের ভিতর দিয়ে শিমুলচড়া, কানদার পাড়া, চাংপাড়া চরশিমুলচড়া বাজার, দহেরপাড় বাজারে যাতায়াত করেন হাজারো মানুষ। এছাড়া বাকসাবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালাউদ্দীন স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা, বাইতুসশরীয়া হাফেজিয়া মাদ্রাসা পড়াশোনার জন্য এলাকার ছেলেমেয়েরা প্রতিদিন এই সড়ক দিয়ে আসা যাওয়া করতে হয়। এই সড়ক গ্রামের প্রধান সড়ক হওয়ার রাত দিন মানুষের আনাগোনা থাকে। গ্রামের বাসিন্দাসহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে প্রায় শত শত মানুষের চলাচলের একমাত্র পথ এই কাচা রাস্তা। সড়কটি কাচা থাকার কারনে প্রতিবছর বৃষ্টির মৌসমে আসলেই জনর্দুভোগের সৃষ্টি হয় এই গ্রামে। অটোরিক্সা, ভ্যান, মোটরসাইকেল, ইজিবাইক, মিনি ট্রাক, বাইসাইকেল ইত্যাদি যানবাহন চলাচলের পাশাপাশি মানুষের পায়ে হেটে চলারও সমস্যা হচ্ছে যার ফলে দূর্ঘটনা ঘঠছে প্রতিনিয়ত।
ইতোপুর্বে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কে বিষয়টি অবহিত করলেও কোনো সুফল পায়নি এলাকাবাসী। এমতাবস্থায় এলাকাবাসী সকলের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কাচা রাস্তাগুলো পাকা করে এই জনর্দুভোগ থেকে মুক্তি দেয়। এলাকাবাসীর আশা শেরপুর- ৩, আসনের এমপি একেএম ফজলুল হক, শ্রীবরদী উপজেলা প্রশাসন, শ্রীবরদী, উপজেলা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এ বিষয়ে এলাকার সমাজ সেবক চান মিয়া সরকার বলেন, সড়কটি দিয়ে যাতায়াত করা কঠিন। বৃষ্টির মৌসুম আসলেই জনদুর্ভোগ সৃষ্টি হয় । তাই এই রাস্তাটি পাকাকরনের জন্য প্রশাসনের নিকট জোড় দাবী জানাচ্ছি।