শ্রীবরদীতে রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাধবপুর বাজারে কর্ণঝোড়া হতে বকশিগঞ্জ পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন এমপি।
উদ্বোধন শেষে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন এমপি।
যুবলীগ নেতা রাশেদুল হক ববির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলা এল.জি.ই.ডি নির্বাহী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম, জেলা আ’লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ছালেহ, পৌর মেয়র আবু সাঈদ, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, উপজেলা আ’লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল, সিংগাবরুনা ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান। পরে গড়খোলা, খঞ্চেপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে পথসভা করা হয়।
জানাযায়, ১০ কোটি ৫৮ লক্ষ টাকা নির্মাণ ব্যয়ে মেসার্স আকরাম এন্টারপ্রাইজ এ রাস্তার কাজ সম্পন্ন করবেন।