শ্রীবরদীর ৫ নম্বর গোশাইপুর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার বিকালে বালিয়া চন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রহুল আমিন বাবলুর সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল।
যুবলীগ নেতা জামান ও মিজানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন এমপি। প্রধান অতিথি বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, এসকারের আমলে দেশের প্রতিটি সেক্টরে অভূতপুর্ব উন্নতি সাধন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নাই।
তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। এসময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুবলীগের যুগ্ম-আহবায়ক লিয়াকত হোসেন লিটন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ছালেহ, জেলা পরিষদ সদস্য আবু জাফর, আব্দুল্লাহেল আল-আমীন, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কাশেম তালুকদার ও পৌর মেয়র আবু সাঈদ। দ্বিতীয় পর্বে সভাপতি ও সাধারন সম্পাদক পদে গণতান্ত্রিক ভাবে জাহাঙ্গীর আলমকে সভাপতি ও আব্দুর রশিদকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।