শ্রীবরদী উপজেলার সিংগাবরনা ইউনিয়ন শাখার ১,২,৩,৭,৮ ও ৯নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার মাধবপুর ও বরইকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের ১ম পর্বে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগ সাধারন সম্পাদক বনিজ উদ্দিন বনিজ। যুবলীগ নেতা রাশেদুল হক ববি শরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিংগাবরুনা ইউনিয়ন আ’লীগ সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা রফিজল হক রুপজল মাস্টার, খলিলুর রহমান, সাবেক সহ-সভাপতি মোক্তারুজ্জামান মুক্তা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামরুজ্জামান লিপন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান মানিক, হামিদুর রহমান, যুবনেতা মিজানুর রহমান ছানু, মনিরুজ্জামান সোহাগ, মাহফুজুর রহমান হিটলার, রিপন ও ইউসুফ প্রমূখ।
সম্মেলনের ২য় পর্বে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মফিজল হক সবুজের সভাপতিত্বে সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ১নং ওয়ার্ডে নাহিদ হাসান লাবলু সভাপতি, নুরে আলম সাধারন সম্পাদক, ২নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন সভাপতি, লুৎফর রহমান সাধারন সম্পাদক, ৩নং ওয়ার্ডে সোনা মিয়া সভাপতি, জহুরুল হক সাধারন সম্পাদক, ৭নং ওয়ার্ডে রিপন মিয়া সভাপতি, আব্দুল খালেক সাধারন সম্পাদক, ৮নং ওয়ার্ডে ফারুক মিয়া সভাপতি, রাজিব হাসান সাধারন সম্পাদক ও ৯নং ওয়ার্ডে খোরশেদ আলম সভাপতি, আজিজুর রহমান সাধারন সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে সহস্রাধিক নেতা-কর্মী ও সাধারন জনতা উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।