শেরপুরের শ্রীবরদীতে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৬ মার্চ) রাতে সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে ওই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্না দেওয়া হয়। সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি কামরুজ্জামান লিপনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মিজানুর রহমান ছানু এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারন সম্পাদক ইব্রাহিম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, বীর মুক্তযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সিংগাবরুনা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মাস্টার, কেন্দ্রীয় সংসদ সন্তান কমান্ডের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, জি.এম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিক, যুবলীগ নেতা রাশেদুল হক ববি, কৃষকলীগের সাধারন সম্পাদক মাহবুবুল আলম লিটন। আলোচনা শেষে ওই ইউনিয়নের ৫৯ জন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।