যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরের শ্রীবরদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর শুক্তবার প্রত্যূষে ৩১ বার তোপধ্বণীর মধ্য দিয়ে দিনটির শূভ সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনপ সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
এসময় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস , শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম,শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস,যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ফেরদৌস আলী,প্রেসক্লাব সভাপতি এজেএম আহাছানুজ্জামান ফিরুজ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও ব্যাক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়। সকাল ৭.৪৫ টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। কুচকাওয়াজের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আলিফ উল্লাহ আহসান, শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেরাজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার জলি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফেরদৌস আলী প্রমুখ।
পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মাঝে স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহির উদ্দিন।
বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবকের দায়ীত্বে ছিলেন শিক্ষার আলোই বাংলাদেশ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসািটি শ্রীবরদী উপজেলা শাখা।