শেরপুরের শ্রীবরদীতে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান তালুকদার ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার গোপালখিলা উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। গোপালখিলা ইয়ং স্টার ক্লাবের সভাপতি শাকিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে পাকুরিয়া একাদশ বনাম দড়ি কালিনগর একাদশের মধ্যে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য লুৎফর রহমানের সভাপতিত্বে ও তুষার আহমেদ এবং এস এম লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গড় জরিপা ইউপি চেয়ারম্যান এম এ জলিল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, গড় জরিপা ইউনিয়ন যুবলীগ সভাপতি শহিদুর রহমান বাদশা আকন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা উপভোগ করনে কয়েক সহস্রাধিক দর্শক। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় ট্রাইব্রেকারের মাধ্যমে পাকুরিয়া একাদশ ৪-৩ গোলে দড়ি কালিনগর একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।