“পরিবার পরিকল্পনা জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার শ্রীবরদীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ গ্রহণ করেন প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন এমপি, ইউএনও খালেদা নাছরিন, পৌর মেয়র আবু সাঈদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইব্রাহীম টিটন ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহ্মিমা ইসলাম শিখাসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি ও রাজনৈতিক নেতৃবৃন্দ্ব। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ইউএনও খালেদা নাছরিনের সভাপতিত্বে ও উপসহকারি মেডিকেল অফিসার ডা. মোরাদ আলী সরকার সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাঈদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইব্রাহীম টিটন এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহ্মিমা ইসলাম শিখা প্রমূখ।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।