শেরপুরের শ্রীবরদীতে মলম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাই এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সিএনজি, অটোরিক্সা ও ইজি বাইক চালকদের সাথে বিট পুলিশিং ও সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে শ্রীবরদী থানার আয়োজনে শ্রীবরদী নতুন বাস স্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস। সাংবাদিক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার নালিতাড়ী সার্কেল আফরোজা নাজনীন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শ্রীবরদী পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, বীর প্রতিক বার জহুরুল হক মুন্সী, ওসি (তদন্ত) আবুল হাশিম, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান কবির , সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল প্রমূখ।