শেরপুরের শ্রীবরদীতে বাল্য বিবাহ রোধকল্পে নিকাহ রেজিষ্টারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুম সোমেশ্বরীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, নিকাহ রেজিষ্টার আবু সাঈদ দিনার, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমূখ। সভায় বক্তারা বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন।