শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়নের বানভাসি মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকালে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন , এডিসি জেনারেল এটিএম জিয়াউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, ইউপি চেয়ারম্যান মিঞা মো. মিজানুর রহমান বন্যা কবলিত এলাকা ভেলুয়া ইউনিয়ন পরিদর্শন করেন। এ সময় কয়েকটি গ্রামের বন্যার্তের মাঝে চাল বিতরণ করা হয় ।
উল্লেখ্য টানা বর্ষণ ও উজানের ব্রহ্মপুত্রের নদের পানি ঢুকে ভেলুয়া ও খড়িয়া কাজির চর ইউনিয়নের প্রায় ৩০ টি গ্রাম প্লাবিত হয়েছে। রোপা আমন, সবজিক্ষেত ও বীজতলা পানিতে নিমজ্জিত হয়েছে। বন্যার কারণে মানুষ কর্মহীন হয়েছে। বিশুদ্ধ পানি গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে।
কৃষি অফিসের তথ্যমতে, দুই ইউনিয়নে প্রায় দুই হাজার হেক্টর জমির রোপা আমন ও সবজি পানিতে তলিয়ে গেছে। এরআগে বন্যা কবলিত এলাকা পরিদর্শণ করেছেন শেরপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পচিালক আশরাফ উদ্দিন, প্রশিক্ষক কৃষিবিদ্ এফ.এম মোবারক আলী, শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান ।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।