শেরপুরের শ্রীবরদীতে রাতুল (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মালাকোচা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাতুল ওই এলাকার আবুবক্করের ছেলে ও টেংগড়পাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে উপজেলার মালাকুচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যায়। এসময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিযে এলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানজিনা আফরিন ইভা।