শ্রীবরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ আয়োজন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। আগামী ১লা সেপ্টেম্বর দুপুর ২ ঘটিকার সময় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
অনূর্ধ্ব-১৭ বছরের কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যেমে মনোবল বৃদ্ধি, মানসিক ও নান্দনিক বিকাশ এবং মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফারুক-আল মাসুদ, পৌর মেয়র আবু সাইদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, শিক্ষা অফিসার অরুণা রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, একাডেমিক সুপার ভাইজার মোশারফ হোসেন, সমাজ সেবা অফিসার সরকার নাসিমা আক্তার, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গোশাইপুর ইউপি চেয়ারম্যান জোবায়ের হোসেন, উপজেলা ক্রীড়া সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, গিয়াস উদ্দিন প্রমুখ।
আগামী ১লা সেপ্টেম্বর থেকে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা খেলায় অংশগ্রহণ করবে। ১১টি দল হওয়ায় লটারির মাধ্যমে রানীশিমুল ইউনিয়ন সরাসরি সেমিফাইনাল খেলার সুযোগ পেয়েছে। বাকী দলগুলোর মধ্যে গড়জরিপা বনাম কাকিলাকুড়া, সিংগাবরুনা বনাম কুড়িকাহনিয়া, খড়িয়া কাজির চর বনাম শ্রীবরদী সদর, ভেলুয়া বনাম গোশাইপুর, তাতিহাটি বনাম শ্রীবরদী পৌরসভা খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৮ সেম্পেটেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।