‘মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সোমেশ্বরীতে সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযুদ্ধা আব্দুল্লাহ ছালেহ, হামিদুর রহমান, সাংবাদিক রেজাউল করিম বকুল ও প্রশিক্ষিত যুব মহিলা রাবেয়া প্রমূখ। আলোচনা শেষে প্রশিক্ষিত সাত জন যুবক-যুবতীদের মাঝে প্রত্যেককে ৪০ হাজার করে মোট ২ লক্ষ হাজার টাকার যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।