শেরপুরের শ্রীবরদীতে গণতন্ত্রের মানষকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে যুবলীগ ও কৃষকলীগের আয়োজনে কৃষকলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগ সহ-সভাপতি ছালাহ উদ্দিন ছালেম। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারন সম্পাদক বনিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, ভেলুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাবিবুর রহমান আরজু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের যুবলীগ ও কৃষকলীগ সভাপতি, সাধারন সম্পাদকসহ কয়েক শতাধিক নেতৃবৃন্দ। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কাটা হয়।