শেরপুরর শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা ও হারিয়াকোনা গ্রামের ২৩১ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর গারো শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া শিক্ষা অনুদান পেয়েছে। শনিবার (৬ জুন) গারো পাহাড়ের ট্রাইবাল সভাকক্ষে এ শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
এসময় শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, এসিল্যান্ড মনজুর আহসান, আদিবাসী নেতা প্রাঞ্জল এম. সাংমা, শিক্ষক নিপুন ম্রং, আ’লীগ নেতা ফখরুজ্জামান প্রমূখ।
এদিন মাধ্যমিক বিদ্যালয়ের ১০১ জন শিক্ষার্থীকে ৫০০ টাকা, কলেজের ৬৫ জন এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৬৫ জনকে নগদ ১ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এছাড়া দুই গ্রামের হতদরিদ্রদের পাঁচটি অগভীর নলকূপ ও চার সেট টয়লেটের স্যানেটারী সামগ্রী দেওয়া হয়।